রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সামছুল আরেফিন হিমেল ব্যারিষ্টার এট-ল ডিগ্রি লাভ করেছেন।
তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়েস্ট অব ইংল্যান্ড, ব্রিষ্টল থেকে এ ডিগ্রি অর্জন করেন।
হিমেল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার সোনাটিকারী গ্রামের মীর নূরুল আমিন এবং রাশিদা খাতুনের সন্তান।
হিমেল অনারাবল সোসাইটি অব লিংকনস-ইন এর মেম্বার। এর পূর্বে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তিনি এলএল.বি (অনার্স) সম্পন্ন করেন।
তিনি সাতক্ষীরা জেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, নলতা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন।
এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবনে তিনি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি ছিলেন। তার এ সাফল্যের জন্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]