সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপালের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার হয়েছে। নবজাতকটি বর্তমানে হাসপাতাল কতৃপক্ষের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: কুদরত ই খোদা বলেন, রবিবার সকালে হাসপাতালের রোগীরা ডাস্টবিনের মধ্যে একটি নবজাতকের কান্না শুনতে পেয়ে হাসপাতাল কতৃপক্ষকে জানায়। হাসপাতাল কতৃপক্ষকে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত সেবিকারা শিশুটিকে চিনতে পারে। সম্প্রতি ৫ দিনের (বালক) নবজাতকটিকে নিয়ে তার মা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শিশুটির নাম না দিলেও নিজের নাম দেয় হীরা (৩০), ঠিকানা দেয় সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা গ্রাম। গতকাল রাতে ওই মা হাসপাতাল ত্যাগ করার সময় ডাস্টবিনে শিশুটিকে ফেলে দেয়।
তত্ত্বাবধায়ক ডা: কুদরত ই খোদা জানান, শিশুটি প্রিম্যাচিউড (অপুষ্ট) নবজাতক। তবে বর্তমানে শিশুটি হাসপাতালে ভাল আছে। নবজাতকটি পাওয়ার সাথে সাথে জেলা প্রশাসক ও সদর থানাকে অবগত করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]