সাতক্ষীরার কালিগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ‘দৈনিক আজকের সাতক্ষীরা’ পত্রিকার নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম কবীর এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
অবিলম্বে ওই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, শেখ সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সহ সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, কোষাধ্যক্ষ আহাদুজ্জামান আহাদ, দপ্তর সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দীন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মোখলেসুর রহমান মুকুল, শিক্ষক আফজাল হোসেন, মোঃ আবু বক্কর সিদ্দিক, আলাউদ্দিন প্রমুখ।
এছাড়াও প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব, কৃষ্ণনগর আঞ্চলিক প্রেস ক্লাবে ও নলতা প্রেসক্লাবের পক্ষ অনুরূপ বিবৃতি প্রদান করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]