সাতক্ষীরার সুপারিঘাটায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা দাশ পাড়া ঋষিপাড়া স্কুলে স্বদেশ ও সৃজনী সংস্থার উদ্যোগে এবং সেবামুলক সংস্থা সাইট সেভার্স এর সহযোগীতায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে ওই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে শতাধিক দরিদ্র, দলিত ও অনগ্রসর মানুষের বিনামূল্যে ছানি অপারেশন, চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা বিতরণসহ চিকিৎসা পরামর্শ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের পক্ষে এসিস্টেন্ট সার্জন ডাক্তার আতিক হাসান, আলিমুর রেজা- ইনক্লুশন অফিসার, আল্ আমিন চশমা পরীক্ষক, জসিম উদ্দীন ক্যাম্প ইনচার্জ, দলিত পরিষদের সভাপতি মনিমালা দাশ, সৃজনী সংস্থার জয় সরদার প্রমুখ।
এদিকে, উপস্থিত চিকিৎসা প্রার্থীদের জন্য চলমান সেবা অব্যাহত রাখতে আয়োজক সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানিয়ে সাইটসেভার্স, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল, স্বদেশ স্মার্ট হেলথ কেয়ার এবং স্থানীয় সামাজিক সংগঠন সমুহকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]