সাতক্ষীরা সদর উপজেলার বঁাশদহা ইউনিয়নের হাওয়ালখালী গ্রামে অবৈধভাবে বসতি ঘর নির্মানের চেষ্টা। বাধা দিতে গেলে জমির মালিককে বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনার সময় গুরুতর আহত হয়েছে হাওয়াল খালী গ্রামের মৃত, রমজান আলীর ছেলে রুহুল কুদ্দুস(৫৫)। উক্ত ঘটনায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানা যায়,সাতক্ষীরার কাওনডাঙ্গা মৌজার খতিয়ান নং ১২৫৪,দাগ নং ৪৬৯৩,জমির পরিমান ৪০ শতকের মধ্যে ০৮ শতক। উক্ত জমির মধ্যে ০৮ শতকে অস্থায়ী ভাবে ওই একই গ্রামের আঃ রাজ্জাকের পুত্র তহিদুরকে বসবাস করার অনুমতি দেয় জমির মালিক মৃত রমজান আলীর পুত্ররা।
গত ২৪/০৭/২১ তারিখ বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকার দিকে হাওয়াল খালী গ্রামের আঃ রাজ্জাকের পুত্র তহিদুর রহমান তার দলবল নিয়ে উক্ত জমিতে স্থায়ী ভাবে বসতি নির্মানের চেষ্টা করলে মৃত রমজান আলীর পুত্র গন রুহুল আমিন ,রুহুল কুদ্দুস উক্ত জমিতে ঘর নির্মানের জন্য বাধা দিতে উপস্থিত হলে তহিদুর ও তার সঙ্গবঙ্গরা তাদের উপর বেধড়ক মারপিট করেএবং ঘটনা স্থলে রুহুল কুদদুস গুরুতর আহত হয় ।
এ সময় স্থনীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে রুহুল আমিন বাদি হয়ে আঃরাজ্জাকের পুত্র তহিদুর রহমান,তহিদুর রহমানের পুত্র ইব্রাহিম ও আঃ সাত্তারের পুত্র হাসানকে অভিযুক্ত করে সদর থানায় অভিযোগ দায়ের করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]