আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের তিনটিতেই আওয়ামী লীগের প্রার্থী বদল হয়েছে।
শুধুমাত্র সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আফম রুহুল হক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম। যদিও পরে ১৪ দলীয় জোটের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচনে জেতেন ওয়ার্কার্স পার্টির এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। আর এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সদ্য পদত্যাগী চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। তিনি মনোনয়ন পেয়েছেন দুবারের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির স্থলে। নেতা-কর্মীদের সাথে দুর্ব্যাবহার ও অবৈধ উপায়ে অর্থ উপার্জনের জন্য ব্যাপক বিতর্কিত ছিলেন মীর মোস্তাক আহমেদ রবি।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা- কালিগঞ্জের একাংশ) আসনে টানা চারবারের মতো মনোনয়ন পেয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী ডাঃ আ.ফ.ম রুহুল হক।
সাতক্ষীরা-৪ আসনে মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন। তিনি একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দারের স্থলে মনোনয়ন পেয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]