দেশব্যাপী প্রথম থেকে তৃতীয় ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। চতুর্থ ও পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তারিখ ইতোমধ্যে ঘোষণাও করা হয়েছে। ওই সকল নির্বাচনে সাতক্ষীরার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়নের মধ্যে ৭৭টি স্থান পেয়েছে। শুধু বাকি থাকলো সদর উপজেলার আলীপুর ইউনিয়ন।
জানা গেছে, প্রথম ধাপে ২১টি, দ্বিতীয় ধাপে ১৩টি ও তৃতীয় ধাপে ১৭টির নির্বাচন অনেকটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে।
চতুর্থ ধাপে আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১০টি ইউনিয়নের নির্বাচন।
আর পঞ্চম ধাপে আগামি ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে ১৬টি ইউপি নির্বাচন।
ফলে ৫ দফায় জেলার ৭৮টি ইউনিয়নের মধ্যে ৭৭টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং হতে যাচ্ছে।
বাকি থাকবে মাত্র একটি ইউনিয়ন। সেটি হলো সাতক্ষীরা সদর উপজলোর ৭নং আলীপুর ইউনিয়নের নির্বাচন। ওই ইউনিয়নের গতবারের নির্বাচন সমসাময়িক অন্যান্য ইউপি নির্বাচন থেকে বছর দুয়েক পর অনুষ্ঠিত হয়েছিলো। ফলে স্বাভাবিকভাবেই এখনো প্রায় দুই বছর পর সেখানে নির্বাচনের স্বাদ পাবেন ইউনিয়নবাসী।
তথ্যসূত্র: পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]