Rabiul Islam নামের ফেসবুক আইডি হ্যাক করে সাইবার ক্রাইম চক্র ০১৪০৫৪১৮৩৭৫ (নগদ) নাম্বার মোবাইল ফোনে টাকা চেয়ে মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। ইতোমধ্যে ওই আইডির সত্ত্বাধিকারি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের মরহুম আনোয়ারুল ইসলামের ছেলে রবিউল ইসলাম থানায় অভিযোগ করেছেন।
ব্যবসায়ি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩ জুন) বিকাল ৩টার পরে বিষয়টি তার নজরে আসে। কে বা কারা তারা ফেসবুক আইডি হ্যাক করে পরিচিতজনদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠায়। মেসেজ পেয়ে সেতু নামের একজন পরিচিত ব্যক্তি ওই নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠায়।
রবিউল ইসলাম আরও জানান, এভাবে ডিবি ইউনাইটেড হাইস্কুলে প্রধান শিক্ষক, ব্যাবসায়ী বাবু, সাংবাদিক শহীদুল ইসলাম, ব্যবসায়ি মুরাদসহ অসংখ্য মানুষের কাছে পাঁচ হাজার করে টাকা চেয়ে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে। টাকা পাঠানোর জন্য ০১৪০৫৪১৮৩৭৫ নাম্বারের মোবাইল নাম্বার দিয়েছে।
এবিষয়ে রবিউল ইসলাম দ্রুত প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করেছেন।
সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত অফিসার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সাইবার ক্রাইম চক্রকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]