অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধাদের একতলা পাকা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় শহরের সরকারি কলেজ রোড়স্থ দক্ষিণ কাটিয়া এলাকায় প্রধান অতিথি হিসেবে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ’র পাকা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সেসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সুবিধাভোগি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাপ হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কবি ও সাহিত্যিক শেখ সিদ্দিকুর রহমান ও নির্মান কাজের ঠিকাদার আখেরুল ইসলাম প্রমুখ।
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের অধীনে ১ম পর্যায় সাতক্ষীরা সদর উপজেলার ১২ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন পাকা ঘর।
বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]