সাতক্ষীরা জেলা পুলিশের ব্যবস্থাপনায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২১ সাতক্ষীরা স্টেডিয়ামে “আইজিপি কাপ উন্মুক্ত দাবা লীগ-২০২১” এর খেলা অনুষ্ঠিত হয়। কুখরালী আদর্শ যুব সংঘ বনাম উদিত সংঘের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কুখরালী আদর্শ যুব সংঘ ৩-১ গেমে উদিত সংঘ-কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজেক্রীস যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের ডিআই-১ মোঃ মিজানুর রহমান, ইন্সপেক্টর রেজাউল ইসলাম রেজা, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, মোঃ রুহুল আমিন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী আক্তার হোসেন, তানজিম কালাম তমাল, ফারহা দীবা খান সাথী, শিমুন শামস।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার নির্বাহী সদস্য আ.ম. আখতারুজ্জামান মুকুল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]