আট কেজি গাঁজাসহ সবুজ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
সবুজ তলুইগাছা গ্রামের আবুল খায়েরের পুত্র।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকালে সবুজ ভারত থেকে আট কেজি গাঁজা নিয়ে এসেছে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি তাকে বাড়ি থেকে আটক করে। এসময় তার নিকট থেকে উদ্ধার করা হয় আট কেজি গাঁজা। আটক সবুজের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]