সাতক্ষীরায় আপন সংস্থার উদ্যোগে করোনা প্রতিরোধে ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে সাতক্ষীরা সদরের কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলিত জনগোষ্ঠীর মধ্যে করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য করনীয় বিষয়ে বিস্তারিত জানানো হয়।
এসময় সাবান দিয়ে বিশ সেকেন্ড হাত ধোয়া, বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়া, প্রচুর পানি পান করা, তিন ফুট দুরত্ব বজায় রেখে চলা, বাড়ীর বাহির হলে মাস্ক ব্যবহার করা ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়।
পরে ২০০ দলিত নারী জনগোষ্ঠী ও সেলাই প্রশিক্ষণ গ্রহনকারীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আপন সংস্থার নির্বাহী পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, আশ্রয় সংস্থার নির্বাহী পরিচালক সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সেলাই প্রশিক্ষক সেলিনা পারভীন, আপন সংস্থার মাঠকর্মী তহুরা খাতুন, তরিকুল ইসলাম, দলিত নেতা গৌরপদ দাস, দলিত নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী টুম্মা রানী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]