বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকাল বিশিষ্ট আমন ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও বীজ সংরক্ষণের কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট-বিনা সাতক্ষীরা উপকেন্দ্র আয়োজিত এই কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা সাতক্ষীরা উপকেন্দ্র’র ইনচার্জ ড. বাবুল আকতার।
সাতক্ষীরা জেলার তালা, কলারোয়া, দেবহাটা শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার ৭০ জন কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আলোচনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম রেজা, মশিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল ইসলাম।
এতে জানানো হয়- সাতক্ষীরা দূর্যোগ কবলিত এলাকা এবং স্বল্প জীবনকাল বিশিষ্ট আমন ধান চাষ করতে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সেই বিষয়ে কৃষকরা আমন ধানের আধুনিক কলাকৌশল স্বমন্ধে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল বিশিষ্ট এবং এর বৈশিষ্ট স্বম্পর্কে জ্ঞান লাভ করতে পারবেন। ফলে কৃষক ভালভাবে উন্নত জাত চাষ করে ভাল ফলন পাবে এবং আর্থিক ভাবে লাভবান হবেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]