সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের নিরন্তর সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের সেনা সদস্যগণ।
এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিনরাত সংস্কার কাজ চলছে। একই সাথে তাদের নিজস্ব অর্থায়নে পূর্ব খাজুরায বিধ্বস্ত একটি মসজিদের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। সাথে সাথে প্রতিদিন জেলার বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য সেবা দিয়ে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছে, দিচ্ছে ঘর নির্মাণ করার সামগ্রী।
সাতক্ষীরায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শামস এর নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান আতিক বাড়ি বাড়ি গিয়ে এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং ইঞ্জিনিয়ারিং কোরের সেনা সদস্যগনের তত্ত্বাবধানে খাজুরার বাঁধ নির্মাণ, মসজিদ নির্মাণ কাজ এবং সেনা মেডিকেল টিমের তত্ত্বাবধানে স্বাস্থ্য সেবা দিয়ে চলেছে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]