“মানি লন্ডারিং প্রতিরোধ করুন, দুর্নীতি মুক্ত দেশ গড়–ন ও মানি লন্ডারিং করে যারা দেশ ও জাতির শক্রু তারা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ণ প্রতিরোধ বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় শহরের মোজাফ্ফার গার্ডেনের কনফারেন্স রুমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি: সাতক্ষীরা শাখার আয়োজনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি: ক্যামেলকো এআইবি এল প্রধান কার্যলয় এস.য়ি.ভিপি কাজী মাহমুদ করিম’র সভাপতিত্বে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এফ আই ইউ’র জেনারেল ম্যানেজার মো. শওকাতুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এফ আই ইউ’র ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মহসিন হোসাইনি, ডিডি মো. আশরাফুল আলম, বি এফ আই ইউ’র এডি মো. শামছুল আলম, এআইবিএল’র এসভিপি মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন এআইবিএল’র খুলনা জোনাল প্রধান মো. মুজিবর রহমান।
সাতক্ষীরায় মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ণ প্রতিরোধ বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় ৭৯ জন ব্যাংক কর্মকর্তা অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন এআইবিএল’র সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক এম.এম মাছরুর রহমান মোড়লসহ এআইবিএল’র খুলনা শাখার ম্যানেজারসহ সাতক্ষীরা জেলায় অবস্থিত সকল বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপক বৃন্দ, দ্বিতীয় কর্মকর্তা ও ব্যামেলকোবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এসপিও খুলনা জোনাল মো. শফিউল আজম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]