কোভিডের সময়কালে সাতক্ষীরা পৌর এলাকার প্রায় ৭’ শতাধিক ইজিবাইক চালক ঋণের বোঝা মাথায় নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
সেই ইজিবাইক চালকরা পরিবারের স্বজনদের মুখে দু’মুঠো খাদ্যের সংস্থান যোগাতে যখন বাইরে বের হচ্ছেন তখন আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য তাদেরকে বেধড়ক মারপিট ও গাড়ি (ইজিবাইক) ভাংচুর করছে। যা দেশীয় আইনের পরিপন্থী বলে মন্তব্য করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার।
তিনি শুক্রবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর এলাকায় গণহারে ইজিবাইক ভাংচুক ও চালকদের বেধড়ক মারপিটের প্রতিবাদ করেন।
এছাড়াও ভাংচুরকৃত ইজিবাইকের ক্ষতিপূরুণ ও মারপিটের ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিতপূর্বক আইনের আওতায় এনে শাস্তির জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এই প্রতিবাদের সাথে সংহতি জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সহ-সভাপতি মো: শিহাব উদ্দীন, আকবর আলী, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: সাবান আলী বিশ্বাসসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]