আসন্ন ১০ জুলাই ঈদুল আযহাকে সামনে রেখে সাতক্ষীরা-যশোরের সীমান্তবর্তী সুড়িঘাটায় জমে উঠেছে পশুর হাট। কোরবানি উপলক্ষে সাতক্ষীরা জেলার হাটগুলোতে বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। তবে গো-খাদ্যের দাম বেশি হওয়ায় একটু চিন্তিত খামারীরা। ৩০ জুন বাজার ঘুরে পশু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চোখে পড়ে।
সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, জেলা প্রাণী সম্পদ অফিস সূত্র জানা যায়, এ বছর জেলায় ৯ হাজার ৯৩০টি খামারে ষাড়, বলদ, গাভী, ভেড়া, মহিষ ও ছাগলসহ মোট ১ লক্ষ ৮ হাজার ৫টি পশু স্বাস্থ্য সম্মতভাবে কুরবানির জন্য প্রস্তুত করেছে কৃষকরা।
তবে এবছর সাতক্ষীরা জেলায় সরকারি ব্যবস্থাপনায় অনলাইন প্লাটফর্মে গরু ছাগল বিক্রয়ের কোন খবর জানা যায়নি।
তালা উপজেলার নগরঘাটা এলাকার বেপারি মোজাম বলেন, সিলেটে বন্যার কারণে অন্য জেলার বেপারীরা এখনো হাটে আসেনি। তাই বাজার-দর এখনো ক্রয় ক্ষমতার মধ্যে আছে। অন্য জেলার বেপারিরা আসা শুরু করলে আরো বেশি দাম পাওয়া যাবে।
পশু কিনতে আসা মোজার নামে এক ক্রেতা বলেন, গো খাদ্যের দাম বেশি। এজন্য গরুর দামটাও একটু বেশি। কুরবানির পশু কেনার মতো হলেও পোষার জন্য বাছুর গরুর দামটা খুব বেশি মনে হচ্ছে।
মুকুল নামে পাটকেলঘাটা এলাকার এক ক্রেতা বলেন, গরু একটা ক্রয় করবো তাই আগে বাজারের সব সাইট ঘুরে দেখছি। চাহিদা মত পেয়ে গেলে কিনে নেব। তবে দাম মোটামুটি ভাল যাচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]