ঘাস ভর্তি বস্তার মধ্যে গাজা পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে র্যাব এর অভিযানে এক নারীকে এক কেজি গাজাসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩১মে) বিকেল পৌনে ৫টার দিকে সাতক্ষীরা সদরের শিকড়ি গ্রাম থেকে ঐ মহিলাকে আটক করে র্যাব।
আটককৃত নারীর নাম ইসমাতারা বেগম ওরফে ময়না (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
খুলনা র্যাব- ৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সহকারি পুলিশ সুপার পহন চাকমা জানান, ঘাসের বস্তার মধ্যে রেখে গাজা পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে সদর উপজেলার শিকড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির সামনে অবস্থান করে র্যাবের সদস্যরা। এ সময় ঘাসের বস্তাবহনকারি ইসমাতারা বেগম ওরফে ময়নাকে আটক করা হয়। বস্তার খুলে ঘাসের মধ্যে পলিথিনে মোড়ানো এক কেজি গাজা জব্দ করা হয় এবং আটক করা হয় ওই নারীকে।
তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা র্যাব ক্যাম্পের ডিএডি আব্দুল গফফার বাদি হয়ে মাদক আইনে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ইসমাতারাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]