পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র পক্ষ থেকে ঈদের খুশি ভাগা ভাগি করে নিতে জেলা বধির সমিতি, ভূমিহীন সমিতি, অন্ধ কল্যাণ সমিতি ও অসহায় এবং দুস্থ পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। সোমবার (১০ মে) দুপুরে শহরের মুনজিতপুরে এ সেমাই চিনি বিতরণ করা হয়।
এসময় জেলা বধির সমিতি, ভূমিহীন সমিতি, অন্ধ কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে বিতরনের জন্য সেমাই ও চিনি প্রদান করা হয়। সেই সাথে শহরের ২শতাধিক অসহায় দূস্থ্য পরিবারের মাঝেও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেসেমাই চিনি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু ও শেখ মাহফুজুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]