সাতক্ষীরা সদর হাসপাতালে মজুতকৃত করোনা টিকা শেষ। আর সেকারণে মোবাইলে ম্যাসেজ পেয়েও টিকাদান কেন্দ্র থেকে প্রতিদিন ফিরে যাচ্ছেন মানুষ। হতাশ হয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা। সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, টিকা শেষ হওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদফতরকে জানানো হয়েছে।
গত ১৩ জুলাই টিকার প্রথম ডোজ নিয়েছেন জেলার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের কৃষ্ণপদ সরকার। বুধবার (১১ আগস্ট) তার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার দিন ধার্য ছিল। তবে হাসপাতালে গিয়ে দেখলেন গেট বন্ধ।
কৃষ্ণপদ সরকার আরো জানান, সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে দেখি টিকা নিতে ৫০-৬০ জনেরও বেশি মানুষ জড়ো হয়েছেন। কেউ মোবাইলে ম্যাসেজ পেয়ে প্রথমবার টিকা নিতে এসেছেন। আবার কেউ টিকার দ্বিতীয় ডোজ নেবেন। কিন্তু হাসপাতালের গেট বন্ধ। কর্তৃপক্ষ বলেছে, টিকা নেই, পরে দেওয়া হবে।
শহরের কাটিয়া এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম ও তার স্ত্রী শাকিলা ইসলাম জুঁই দ্বিতীয় ডোজ নিতে যান সদর হাসপাতালে। তবে এই দম্পতিও টিকা নিতে পারেননি।
ক্ষোভ প্রকাশ করে মনিরুল ইসলাম জানান, আজ আমাদের সিনোফার্মের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার তারিখ নির্ধারিত ছিল। হাসপাতালে গিয়ে দেখি টিকাদান কেন্দ্রের মূল গেটে তালা ঝুলছে। কোনো নোটিশও দেওয়া নেই। ঘন্টাখানেক দঁাড়িয়ে থাকার পর সিভিল সার্জন অফিসের হেড ক্লার্ক শাহনেওয়াজের সঙ্গে যোগাযোগ করি। তখন তিনি বললেন, টিকা ফুরিয়ে গেছে। টিকা আসার পর যোগাযোগ করে আসবেন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত বলেন, পুরো সাতক্ষীরায় করোনার প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মজুদ শেষ হয়ে গেছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন, নতুন ২৫ লাখ ডোজ টিকা দ্রুত সময়ের মধ্যে আমদানি করা হবে। আমদানির পর সাতক্ষীরার অংশটুকু পাঠানো হবে।
টিকা পাওয়ার সম্ভাব্য সময়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টিকাগুলো কবে আসবে সেটি জানা যায়নি। তবে ৮-১০ দিনের মধ্যে টিকা চলে আসবে। টিকা আসার পর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া আবার শুরু হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]