সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অলকেশ মন্ডল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬ সিপিসি-১ এর সদস্যরা।
গ্রেপ্তার অলকেশ মন্ডল সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকালে র্যাব-৬ এর অধিনায়ক জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী অলকেশ মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
তিনি আরও জানান, গত ২৩ নভেম্বর আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে ভিকটিম ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী সাতক্ষীরা জেলার আশাশুনি থানাধীন নাকতাড়া কালীবাড়ি বাজারে কালী মন্দিরে তার পিতা মাতার সাথে পুজা দেখতে যায়।
সন্ধা অনুমান ৭টায় উক্ত পুজা মন্ডপে তার বান্ধবীর সাথে দেখা হয় ও ভিকটিমের এসএসসি পরীক্ষার এডমিটকার্ড তার বান্ধবীর বাড়িতে থাকায় তার বান্ধবীর সাথে বান্ধবীর বাড়িতে এডমিট কার্ডটি আনতে যায়। একই তারিখে রাত অনুমান ৭.৪০টায় এ্যাডমিট কার্ডটি নিয়ে বান্ধবীর বাড়ি হতে বান্ধবীকে পুজা মন্ডপে পৌছে দিতে বললে ভিকটিমের বান্ধবীর বাড়িতে থাকা বান্ধবীর জ্যাঠাতো ভাই অভিযুক্ত অলকেশ মন্ডল (২৫) এর সাথে যেতে বলে।
ভিকটিম সরল বিশ্বাসে তার সাথে পুজা মন্ডপের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে বাগানের মধ্যে নিয়ে অভিযুক্ত অলকেশ মন্ডল (২৫) ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
উক্ত বিষয়ে ভিকটিম নিজেই বাদী হয়ে অভিযুক্ত অলকেশ মন্ডলের বিরুদ্ধে সাতক্ষীরার আশাশুনি থানায় মামলা দায়ের করে। যার মামলা নং- ২৫, তারিখ ২৫-১১-২০২১, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারা।
মামলাটির বিষয়ে র্যাব-৬ (সাতক্ষীর ক্যাম্প) এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং এজাহার নামীয় একমাত্র পলাতক আসামীকে গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ধোপাডাঙ্গা গ্রাম হতে অলকেশ মন্ডল (২৫)কে গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় গ্রেপ্তার করে।
গ্রেপ্তার অলকেশ মন্ডলকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।
তথ্যসূত্র: পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]