গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় করোনা উপসর্গে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় উপসর্গে ৫৫০ এবং করোনা আক্রান্ত হয়ে ৮৫ জনের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, ২৪ ঘন্টায় জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩৪ জনের। করোনা শনাক্ত হয়েছে ৭২ জন। শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। এনিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৭৪৮ জন। এরমধ্যে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১৪৫ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫১৮ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১২ জন এবং উপসর্গে ১৫২ জনসহ মোট ১৬৪ জন চিকিৎসা নিচ্ছেন। বেসরকারী হাসপাতালে করোনা পজিটিভ ৭ জন এবং উপসর্গে ৪৫ জনসহ মোট ৫২ জন চিকিৎসা নিচ্ছেন। ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ৬৬ জন করোনা রোগী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]