সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও করোনা উপসর্গের আরো ৮ ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার সকাল থেকে রাত পর্যন্ত পৃথক সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। সম্প্রতি তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে মনির উদ্দীন (৫৫) বুধবার বিকালে মারা যান। তিনি সদর উপজেলার আগরদাড়ি গ্রামের মৃত মোন্তাজ উদ্দীনের পুত্র।
এ নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬ জনে।
অপরদিকে, করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন ৭ রোগীর মৃত্যু হয়েছে।
তারা হলেন- দেবহাটা উপজেলার নাজিবের ঘের, সুবর্ণবাদের মৃত তাহেরের পুত্র জেহাদ (৭০), সখিপুরের মৃত জামাল উদ্দিনের পুত্র মামুন ইসলাম (৪৫), সদর উপজেলার জাহানাবাদের আফসার আলীর স্ত্রী আম্বিয়া (২১), মধ্যকাটিয়ার মৃত মুসা করিমের স্ত্রী গোলজান বিবি (৭৭), লাবসার মৃত আফসার উদ্দিনের পুত্র আনসার উদ্দিন (৭৫), কালিগঞ্জ উপজেলার উজিরপুরের সিরাজুল ইসলামের স্ত্রী দোলনা বিবি (৫০) ও তালা উপজেলার সাহাপুরের মৃত আয়ুব উদ্দীনের পুত্র আবুল হোসেন (৬০)।
এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে তথা উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮২ জনে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]