সাতক্ষীরা জেলায় প্রথম সংক্রমণের ৮১তম দিনে গতকাল সোমবার কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে চলতি মাসের গত ২০ দিনে আক্রান্ত হয়েছে ৩২৫ জন। এ আক্রান্তের হার আগের ৬১ দিনের চেয়ে প্রায় তিন গুণ বেশি। এ রোগে এ পর্যন্ত মারা গেছে ১৪ জন। এর মধ্যে চলতি মাসের ২০ দিনে মারা গেছে আটজন। মৃত্যুর হার আগের ৬১ দিনের চেয়ে দ্বিগুণ। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৩০ জন। এর মধ্যে শেষ ২০ দিনে সুস্থ হয়েছে ১৩১ জন। এ হার আগের ৬১ দিনের প্রায় দেড়গুণ। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, সাতক্ষীরা জেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় ৩০ এপ্রিল। পরবর্তী এক মাসে এ সংখ্যা দাঁড়ায় ৪৫। এ সময় সুস্থ হয় ছয়জন। তবে কেউ মারা যায়নি। এক মাস পরে ৩০ জুন এ সংখ্যা দাঁড়ায় ১৭৭। এ সময় সুস্থ হয় ৮৯ জন। মারা যায় চারজন। চলতি জুলাই মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত জেলায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৩২৫ জনের, যা আগের ৬১ দিনের শনাক্তের সংখ্যার প্রায় তিন গুণ। চলতি মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত মারা গেছেন আটজন। এ মৃত্যুর হারও আগের ৬১ দিনের চেয়ে দ্বিগুণ। একইভাবে চলতি মাসের ২০ দিনে সুস্থ হয়েছে ২৩০ জন। এ হার আগের ৬১ দিনের চেয়ে দেড় গুণের বেশি।
কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে ৪১ জন। এর মধ্যে চলতি মাসেই মারা গেছে ২০ জন। এ ২০ জনের মধ্যে নমুনা পরীক্ষায় ছয়জনের পজিটিভ এসেছে। এ ছাড়া উপসর্গ নিয়ে বাড়িতে মারা গেছে আরও ১০-১২ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত বলেন, মানুষ একদম সচেতন না হওয়ার কারণে চলতি মাসে সংক্রমণের হার বেড়ে গেছে। জেলার অধিকাংশ মানুষ মাস্ক ব্যবহার করছে না। মানছে না সামাজিক দূরত্ব। এ ছাড়া গত ঈদের পর থেকে কমিউনিটিতে সংক্রমণ ছড়াতে থাকে। ফলে জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। মানুষ স্বাস্থ্যবিধি না মানলে এ হার আরও বাড়তে পারে।
সূত্রে. পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]