 
     সাতক্ষীরায় সপ্তাহব্যাপি লকডাউন এর দ্বিতীয় দিনে সাতক্ষীরা সদর হাসপাতালে উপসর্গ নিয়ে ২জন ও মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৩জন এবং করোনা পজিটিভ নিয়ে ১জন মোট ৬জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরায় সপ্তাহব্যাপি লকডাউন এর দ্বিতীয় দিনে সাতক্ষীরা সদর হাসপাতালে উপসর্গ নিয়ে ২জন ও মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৩জন এবং করোনা পজিটিভ নিয়ে ১জন মোট ৬জনের মৃত্যু হয়েছে।
করোনা সংক্রমনরোধে বেশ কিছু বাধা নিষেধের মধ্যে সাতক্ষীরায় চলে লকডাউনের দ্বিতীয় দিন। সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পাচ্ছেন সাতক্ষীরার মানুষ। তবে আন্তজেলা ও দুরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। সকাল ৮ টা থেকে বেলা ২টা পর্যন্ত ৮ ঘন্টার জন্য খোলা রয়েছে ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বানিজ্য।
গত শনিবার থেকে সাতদিনের জন্য শুরু হয়েছে এ লকডাউন। লকডাউন চলাকালে সাতক্ষীরার সাথে খুলনা ও যশোরের সংযোগস্থলে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে একইভাবে পুলিশচেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। ভোমরা স্থল বন্দরে আসা ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের বন্দরে খোলামেলা চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে, সাতক্ষীরা সীমান্ত পথে বৈধ অবৈধ যাতায়াত পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সীমান্ত জুড়ে টহলে রয়েছে বিজিবি সদস্যরা। বিজিবি সদস্যরা শনিবার কুশখালি সীমান্ত থেকে অবৈধভাবে পারাপারের সময় দুই নারীকে উদ্ধার ও একজন নারী পাচারকারীকে গ্রেপ্তার করেছে।
এদিকে গত ২৪ ঘন্টায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
এর আগে শুক্রবার ১৮৮ জনের নমুনা পরিক্ষায় ৮৯জন পজিটিভ আসে। যা ৪৭.৩৪ ভাগ। বর্তমানে জেলায় ৩৩৯ জন করোনা পজিটিভ চিকিৎসাধীন রয়েছে।
এরমধ্যে ৫৩জন হাসপাতালে ও ২৮৬জন হোম আইসোলেশনে। 
শনিবার জেলা প্রশাসনের ১৬টি মোবাইল কোর্টে ৯৮টি মামলায় ৬৮ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।
তথ্যসূত্রে পত্রদূত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]