সাতক্ষীরায় নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) শহরের নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।
নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান খান তারিকুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি শাখার প্রোগ্রামার মো. শরিফুল ইসলাম।
সেমিনারে নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও সদর উপজেলার প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বর্তমান শিক্ষার প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]