করোনা ভাইরাস মোকাবেলায় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডে ৬শ’ ১৯টি পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে হাইজিন কিটস বিতরণ করা হয়েছে।
কারিতাস এনজিও’র উদ্যোগে সাতক্ষীরা পৌরসভার সহযোগীতায় জার্মান সংস্থা জে আই জেড এর অর্থায়নে মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় দ্যা পোল স্টার পৌর হাই স্কুল প্রাঙ্গণে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
কারিতাস এনজিও সাতক্ষীরা’র মাঠ কর্মকর্তা প্রতাপ সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি।
কারিতাস সাতক্ষীরা’র মাঠ কর্মকর্তা বিপ্লব সাহার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার সচিব মো. সাইফুল বিশ্বাস, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, দ্যা পোল স্টার পৌর হাই স্কুলের প্রধান শিক্ষক অনমী কৃষ্ণ মন্ডল।
এ সময় কারিতাস এনজিও’র অ্যাকাউন্ট্যান্ট, মেইল অফিসার ও সুপারভঅইজারবৃন্দ উপস্থিত ছিলেন।
হাইজিন কিটস এর মধ্যে ছিল বালতি, মগ, ডিটারজেন্ট পাউডার, সাবান, ব্রাশ, মাস্ক ও স্যানিটারি ন্যাপকিন।
এছাড়া পৌরসভার ৪টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ২ হাজার ৪শ’ বেনিফিশিয়ারিদের মাঝে ১ হাজার টাকা মূল্যমানের হাইজিন কিটস বিতরণ করা হবে বলে কারিতাস সূত্র জানায়।
সূত্র আরও জানায়, বর্তমানে কারিতাস এনজিও সাতক্ষীরায় এসএফএফ, বিএমজেড ও ই ইউ প্রোজেক্ট নিয়ে কাজ করছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]