সাতক্ষীরায় নিম্ম আয়ের পরিবারের কিশোরীদের অংশগ্রহণে বয়ঃসন্ধীকালীন সমস্যা ও পরিচর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টার এই কর্মশালার আয়োজন করে।
সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি সংলগ্ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় বয়ঃসন্ধিকালীন মানসিক ও শারীরিক স্বাস্থ্য, বিভিন্ন সমস্যা এবং পরিচর্চা নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজানের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পদায়নকৃত মেডিকেল অফিসার ডা. শামিমা আক্তার।
ডা. শামিমা আক্তার বলেন, বয়ঃসন্ধিকালীন সময় এমন একটি সময় যখন কিশোর-কিশোরীদের মাঝে বিশেষ ধরনের এক আবেগ কাজ করে। তারা অল্পতেই আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বিভিন্ন ভুল সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাই এসময় বাবা-মার উচিত সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা।
তিনি আরও বলেন, এসময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কিশোরীদের বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে এবং মাসিকের সময় ৪ ঘণ্টা পর পর কাপড় পরিবর্তন করতে হবে। তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে মুক্ত থাকা যাবে।
এছাড়া বয়ঃসন্ধিকালীন বিভিন্ন রোগ নিয়ে আলোচনাকালে তিনি বলেন, বর্তমান যুগের কিশোরীরা সাদাস্রাব জনিত সমস্যা নিয়ে বেশি চিন্তিত থাকে। তারা মনে করেন এটি একটি কঠিন রোগ এবং এর ফলে তাদের ওজন কমে যায়। কিন্তু এটি একটি ভ্রান্ত ধারণা। যেকোন সুস্থ মানুষের এ ধরনের সমস্যা হতে পারে। এটি নিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই। শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মাধ্যমেই এধরনের সমস্যা থেকে মুক্ত থাকা যেতে পারে।
কর্মশালায় আলোচনা পর্ব শেষে কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এতে ১৫জন কিশোরী অংশ নেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]