সাতক্ষীরায় কুখরালী আহলে হাদিছ জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় শহরের কুখরালী গড়েরকান্দা এলাকায় একুশে টিভি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি’র সভাপতিত্বে ফিতা কেটে ও কুদাল দিয়ে মাটি কেটে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আহলে হাদিছ আন্দোলন বাংলাদেশ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলতাফ হোসাইন, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, মো. কামরুজ্জামান কামু, বিশিষ্ট ব্যবসায়ী খান সেলিম রেজা, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল খালেক প্রমুখ।
এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা নতুন মসজিদ ভবন নির্মাণ করা হচ্ছে।
এসময় ফিতা কেটে ও কুদাল দিয়ে মাটি কেটে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]