করোনা ভাইরাস বৈশ্বিক মহামারীতে রুপ নিয়েছে। ফলে সমাজে এক শ্রেণী পেশার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তাদের মধ্য অন্যতম হচ্ছে দেশের মা, মাটি, মানুষের সোনালী সন্তান কৃষকেরা।
মাঠে ঝলমল করছে সোনালী পাকা ধান। তবে কৃষকের মুখে চিন্তার ভাঁজ। কঠোর লকডাউনের ফলে শ্রমিকের অভাবে সোনালী ধান যখন মাঠ থেকে কেটে ঘরে নিয়ে যেতে পারবে কিনা তাই নিয়ে আশংঙ্কায় কৃষকরা। ঠিক তখনি কৃষকের মুখে হাসি ফুটিয়ে পাশে এসে দাঁড়াল স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
শুক্রবার (১৬ এপ্রিল) ভোরে একজন দরিদ্র কৃষকের সাড়ে ৪ বিঘা জমির সোনালী ধান কেটে দিয়েছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন, সাতক্ষীরার স্বেচ্ছাসেবক সৌম, হৃদয়, উজ্জল, মুনতাছির, সিমান্ত, আলম, তীর্যক প্রমুখ।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]