সাতক্ষীরায় খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্ত শূন্যতা ও অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলা প.প ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এস.আই.এমও ডবøু এইচও ডা. আমানাত উল্লাহ, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী, টেকনোলজিষ্ট ও ইপিআই কর্মকর্তা মো. ফারুক হাসান, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল টেকনোলজিষ্ট শেখ মহিবুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্যানেটারী ইন্সপেক্টর আবুল কাশেম, নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান বিপু ও সাংবাদিক খন্দকার আনিছুর রহমান প্রমুখ।
দিনব্যাপি কর্মশালায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ইমাম ও স্বাস্থ্য কর্মীরা অংশগ্রহণ করে। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্ত শূন্যতা ও অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়সহ গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকনোলজিষ্ট ও ইপিআই কর্মকর্তা মো. ফারুক হাসান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]