গরীবের ডাক্তার খ্যাত সাবেক সিভিল সার্জন ডা. মো. এবায়দুল্লাহকে চিকিৎসক বার্তা'র করোনা সংখ্যা হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, সাতক্ষীরার জেলার জনপ্রিয় চিকিৎসক গরীবে র ডাক্তার খ্যাত সাবেক সিভিল সার্জন ডা. মো. এবায়দুল্লাহ'কে চিকিৎসকদের জাতীয় মাসিক মুখপত্র চিকিৎসক বার্তা'র করোনা সংখ্যা হস্তান্তর করেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক এবং ডক্টরস এন্ড মেডিকেল স্টুডেন্টস ফ্রম সাতক্ষীরার আহবায়ক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ।
বাংলাদেশে করোনা প্রকোপ শুরুর পর থেকেই চিকিৎসক বার্তা বিভিন্ন সামাজিক মাধ্যমে জনসচেতনতামূলক কর্মসূচিসহ প্রায় দশ সহস্রাধিক টেলিমেডিসিন সেবা প্রদান করেছে এবং এখনো সেবা প্রদান করে যাচ্ছে। প্রবীন জনদরদী রোগীবান্ধব চিকিৎসক ডা. এবায়দুল্লাহ চিকিৎসক বার্তার ভূয়সী প্রশংসা করে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সাতক্ষীরাবাসীর পাশে থাকার জন্য চিকিৎসক বার্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ডা. সুব্রত ঘোষ বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই চিকিৎসক বার্তা করোনাকালে বিভিন্নভাবে সাতক্ষীরাবাসীসহ দেশবাসীর পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি ও চিকিৎসক বার্তা পরিবার সকলের আশীর্বাদ প্রত্যাশী।
ডা. এবায়দুল্লাহ এবং ডা. সুব্রত ঘোষ দুজনেই করোনাজয়ী করোনাযোদ্ধা এবং করোনা জয়ের পর পুনরায় সাতক্ষীরাবাসীকে সেবা প্রদান করছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]