সাতক্ষীরার মেহগনি গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যবসায়ীর। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ আকবর আলী গাজী (৫৫)। তিনি সাতক্ষীরা শহরের ইটাগাছা পূর্বপাড়া এলাকার মৃত আকি গাজীর ছেলে।
নিহতের ছোট ভাই আশরাফ আলী গাজী জানান, বড় ভাই আম ব্যবসায়ী আকবার আলি গাজী সকালে শহরের গড়েরকান্দা এলাকায় একটি বাগানে মেহগনি গাছের ডাল কাটতে যায়। গাছে উঠে একটি ডাল কাটার পর হঠাৎ তিনি গাছ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]