সাতক্ষীরায় ‘গোল্ডেন লাইফ সোনালী সু-দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ (মুরাদাবা ইসলামী সঞ্চয় বীমা) সাতক্ষীরা সদর শাখার উন্নয়ন সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সংগ্রাম হোটেল সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা, কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির সাতক্ষীরা সদর শাখার জিএম শেখ রবিউল ইসলাম (রবি)র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ এর ডিএমডি মোঃ আয়ুব হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ এর এএমডি নাজনীন নাহার, সাতক্ষীরার এসজিএম কাজী আকতারুজ্জামান মহব্বত ও স্বপ্না খাতুন।
প্রধান অতিথি বলেন, বীমা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের চাবি-কাঠি। কারণ আজকের সঞ্চয় একটি পরিবারে জন্য আগামী দিনের ভবিষ্যত। তাই এই সঞ্চয়ের ধারাকে অব্যাহত রাখতে এবং সাধারন মানুষকে সঞ্চয়ে আরো উৎসাহিত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চলতি বছরে আড়ম্বড় পুর্নভাবে অন্যান্য আর্ন্তজাতিক দিবসের ন্যায় বীমা দিবস উদযাপন করেছেন। তিনি বলেছেন ব্যাংক ও বীমা দেশের অর্থনৈীতির চালিকাশক্তি। সুতরাং ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে সকলকে বীমা করার কোন বিকল্প নেই’।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানিকভাবে মেয়াদ পুর্তি বীমা গ্রাহকদের মধ্যে তিন লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়।
এসময় জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক বীমা কর্মী ও গ্রাহক সহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]