বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট কতৃক উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোরজাত ও উৎপাদন প্রযুক্তির আধুনিক কলাকৌশলের উপর সাতক্ষীরায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিএআরআই এর খুলনা সরেজমিন গবেষণা বিভাগ এই মাঠ দিবসের আয়োজন করে।
বুধবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিএআরআই’র সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ডিপিডি ড. হারুনর রশিদ। প্রধান অতিথি ছিলেন বিএআরআই এর পরিচালক ড. মুহাম্মদ শামসুল আলম।
বিশেষ অতিথি ছিলেন বারি’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ সহিদুজ্জামান, ড. কাওছার উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মুহাম্মদ নূরুল ইসলাম, কর্মসূচি পরিচালক ড. ফারুক হোসেন, বারি খুলনা’র জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম, পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউটের সাতক্ষীরা উপ-কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার, বারি সাতক্ষীরা উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আরিফুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক সহকারি অমরেশ চন্দ্র সরকার।
মাঠ দিবসে শতাধিক কৃষক তাদের সমস্যা ও সম্ভাবনার কথা কৃষি বিজ্ঞানী ও কৃষি কর্মকর্তাদের মাঝে তুলে ধরেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]