সাতক্ষীরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোহিতায় বুধবার বিকেল চারটায় সাতক্ষীরা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো: সজিব খান চৌধুরী, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যন আসাদুজ্জামান বাবু, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহামুদ হাসান মুক্তি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সাবেক জাতীয় ফুটবলার আলফাজ হোসেন প্রমুখ।
উদ্বোধনী শেষে টুর্নামেন্টের প্রথম খেলায় মুখোমুখি হন সাতক্ষীরা সদর ও কলারোয় উপজেলা।
খেলায় সদর উপজেলা ৫-১ গোলে কলারোয়াকে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করে।
খেলায় ম্যাচ সেরা খেলয়ার নির্বাচিত হন সাতক্ষীরা সদর উপজেলার ১৮নং জার্সিধারী খেলয়ার মো: সুমন হোসেন।
উদ্বোধনী খেলায় ম্যাচ পরিচালনা করেন ফিফা রেফারি ইকবাল আলম বাবলু।
একই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় অংশগ্রহন করবে তালা উপজেলা ও কালিগঞ্জ উপজেলা।
এদিকে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এবারের আসরে সাতক্ষীরার সাত উপজেলার সাতটি ও পৌরসভার একটি মোট ৮টি দল অংশগ্রহণ করছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]