গত দুইদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এদিকে আশাশুনির প্রতাপনগরে প্রবল বর্ষণ ও দমকা হাওয়ায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
আশাশুনির প্রতাপনগরের বাসিন্দা মিলন বিশ্বাস বলেন, গত দুইদিনের বৃষ্টিতে প্রতাপনগরের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। বুধবার রাতে প্রতাপনগর এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে পুরো ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, গত দুই দিনের ভারী বর্ষণে আমার ইউনিয়ন প্লাবিত হয়েছে। গতকাল রাতে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে পুরো ইউনিয়ন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমার ইউনিয়নে ৮ হাজার পরিবার শতভাগ বিদ্যুতের আওতায়। বিষয়টি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে।
এদিকে গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, প্রতাপনগরে খুঁটি উপড়ে পড়ে আমার ইউনিয়নও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৭ হাজার গ্রাহক।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সন্তোষ কুমার সাহা বলেন, আম্পান ও ইয়াসের বন্যায় ডুবে থাকার কারণে প্রতাপনগরের মাটিতে শক্তি কম। গত দুই দিনের ভারী বর্ষণে প্রতাপনগরে খুঁটি উপড়ে পড়েছে। এতে আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৭ হাজার গ্রাহক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমাদের লোকজন ওখানে আছে। কিন্তু বৃষ্টির কারণে কাজ শুরু করতে পারছে না। আশাকরি খুব দ্রত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]