সাতক্ষীরা শহরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত মইনুল ইসলাম অওয়াল (২৭) শহরের মুন্সিপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
শহরে তিনি একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান চালাতেন।
বৃহস্পতিবার দুপুরে শহরের মুন্সিপাড়ায় এসএস ভিলার সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে সদর থানার ওসি আসাদুজ্জামান জানান।
তিনি বলেন, মইনুল সকালে বাড়ি থেকে শহরের পাওয়ার হাউজ এলাকায় শহীদ কাজল সরণিতে তার মিষ্টির দোকানে যাচ্ছিলেন। পথে আশাশুনিগামী একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়লে ট্রাকটি তার ডান হাতের ওপর দিয়ে চলে যায়। হাত ভাঙার পাশাপাশি তার মুখ ও বুকের অধিকাংশ স্থানে ক্ষত হয়।
স্থানীয়রা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানান ওসি আসাদুজ্জামান।
এ ঘটনায় পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]