সাতক্ষীরায় ট্রি অফ লাইফ’র উদ্যোগে কোভিড ২য় পর্যায়ের আওতায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া সংগঠনের নিজস্ব কার্যালয়ে ট্রি অফ লাইফ’র পরিচালক খুরশীদ আলী সুজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, জয় সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শিলা, ট্রি অফ লাইফ’র হিসাব রক্ষক মো. জাহিদুল বারী শাহ আলম, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, আওয়ামী লীগ নেতা মো. জুলফিকার আলী ভূট্টো, কাজী সেলিম প্রমুখ।
এসময় ট্রি অফ লাইফ’র উদ্যোগে কোভিড ২য় পর্যায়ের আওতায় ৫০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আটা ২ কেজি, সোয়াবিন তেল ১ লিটার, লবণ ১ কেজি, সাবান ২টি। খাদ্য সামগ্রীর সাথে ১টি কম্বল বিতরণ করা হয়। এসময় ট্রি অফ লাইফ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]