সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উদ্যোগে দিনব্যাপী তথ্য অধিকার আইন-২০০৯ ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকাল ১০ থেকে দিনব্যাপী কর্মশালার প্রথম সেশনের আলোচনা ও প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক।
তিনি বলেন ‘তথ্য অধিকার আইন-২০০৯ সাংবাদিকদের জন্য শক্তি, তবে এ ব্যাপারে কৌশলী হতে হবে।’ তথ্য অধিকার আইন ২০০৯-এর মাধ্যমে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তথ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তথ্য আইন সাংবাদিকদের জন্য একটি শক্তি। যেকোনো তথ্য পাওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা এ আইন প্রয়োগে সুবিধা পেতে পারেন।
সাতক্ষীরা জেলা সাংবাদিক পরিষদ সভাপতি শেখ আছাফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন এনটিভি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সাংবাদিক সুভাষ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।
সাতক্ষীরার জেলার সব প্রান্ত থেকে বিভিন্ন পত্রিকায় প্রায় অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করেছেন উপস্থিত অতিথিরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]