সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের হরিণখোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরিক ভাই কর্তৃক ভাই ভাইপোদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পাঁচজন আহত হলেও আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে তিনজনকে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালে আহতবস্থায় চিকিৎসাধীন রয়েছে অলঙ্গ মন্ডল (৫৫), জগদীশ মন্ডল (৪৫) ও রেবা মন্ডল (৪১)।
অলঙ্গ মন্ডল জানান, তাদের শরীক আত্মীয় কার্ত্তিক মন্ডল, আনন্দ মন্ডল, অসীম মন্ডল, প্রকাশ মন্ডলসহ তাদের বাড়ির কয়েকজন সম্মিলিত ভাবে তাদের উপর হামলা চালায়। রবিবার দুপুরে তার ভাই মেঘনাথের একটি গরুর পায়ে বেধে জলের ফিতা পাইপ ছিড়ে যাওয়ার তুচ্ছ ঘটনায় কার্ত্তিক, আনন্দ, অসীম, প্রকাশরা সংঘবদ্ধ হয়ে বাড়িতে এসে দা, হাতুড়ি, রড, লাঠি নিয়ে হামলা চালালে তারা মারাত্মক আহত হয়। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
পাটকেলঘাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলুর রহমান খান জানান, তুচ্ছ বিবাদকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বর্তমানে পুলিশ আছে। ঘটনার তদন্ত করছে। মামলা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে কার্ত্তিকসহ তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে কার্ত্তিকের ছেলে সন্দীপ মন্ডলকেও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]