মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলার সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘিরা রিশিপাড়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা উদযাপন করা হয়েছে।
৩০ মে রোববার বিকেলে দলিত ওয়াশ এসডিজি প্রকল্প এর উদ্যোগে ছয়ঘিরা রিশিপাড়ায় নারীদের মাসিক স্বাস্থ্য ও পরিচর্যার উদযাপনের মধ্য দিয়ে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার সর্ম্পকে জনসচেতনতা বাড়াতে, সঠিক তথ্য জানাতে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে র্যালী, আলোচনা সভা কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে নারীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য অর্পণা রানী দাশ, ছাতিয়ানতলা কমিউনিটি হেল্থকেয়ার প্রভাইভার সাঈদ উদ্দীন, দলিত এনজিওর প্রকল্প ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দাস, ফিল্ড ফেসিলিটেটর মহাদেব দাস প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]