প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাসের প্রার্দুভাবে ধানকাটা শ্রমিক সংকটে ও ঝড় বৃষ্টিতে মাঠের ফসল যাতে নষ্ট না হয় সে জন্য সাতক্ষীরায় আ.লীগের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে চার বিঘা জমির পাকা বোরো ধান কেটে দুই কৃষকের ঘরে তুলে দিলেন জেলা আওয়ামী লীগের সহ.সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরল ইসলামের পৃষ্ঠপোষকতায় ও সহ.সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদের নেতৃত্বে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে তারা মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা শহরের অদুরে বকচরার মাঠে এই ধান কাটেন।
এ সময় প্রত্যেকের হাতে ছিল কাস্তে। মাথায় ছিল গামছা ও টোং।
কেউ ধান কাটলেন, কেউ আটি বাঁধলেন, আবার কেউ ধানের আটি বয়ে দিলেন।
চার বিঘা জমির ধান জেলা আওয়ামী লীগের নেতা নেত্রীরা কেটে কৃষক লিয়াকত আলি ও আজগর আলীর বাড়ি পৌছে দেন।
পাকা ধান কাটার এই আনন্দঘন অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ. শিক্ষা সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, সংস্কৃতি সম্পাদক শামীমা পারভিন রত্না, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আফসারউদ্দিন, সদস্য এজাজ আহমেদ স্বপন, ছাত্রলীগ নেতা সুমন হোসেন, জাহিদ হোসেন, অ্যাড. জিয়া, মো. জুয়েল ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]