আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল এর পক্ষ থেকে সাতক্ষীরায় অসহায়, দুস্থ, বিধবা, এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে নগদ অর্থ, বস্ত্র বিতারণ ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে।
বুধবার বিকালে সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সভাপতি মুনসুর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা আ.লীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সদর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, জেলা তাতীঁলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক সহ-সভাপতি জাহিদ হোসাইন বাপ্পি, সাবেক সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি মিঠুন ব্যানার্জি, ছাত্র নেতা রাজিব ফরহাদ, আব্দুল্লাহ আল মামুন, তানভীর কবির।
এসময় আ.লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজের উদ্যোগে অনুষ্ঠানে শতাধিক অসহায়-দুস্থ, এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে নগদ অর্থ, বস্ত্র বিতরন করা হয়। পরে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]