সাতক্ষীরায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দূর্গাপূজা উপলক্ষে প্রদত্ত অনুদানের চেত বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার হিন্দু কল্যাণ ট্রাস্টের আয়োজনে জেলার ২৪২টি পূজা মন্ডপে ৪ লক্ষ ৮৪ হাজার টাকার অনুদানের চেক চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সহকারী পরিচালক অপূর্ব আদিত্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু।
এসময় তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা। কিন্তু মহামারী করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্ত থাকতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রেখে পূজার আচার অনুষ্ঠান পরিচালনা করতে হবে। পূজার সকল অনুষ্ঠান যথা নিয়মে চললেও সন্ধ্যার মধ্যে মন্ডপ জনসমাগম কমিয়ে ফেলতে হবে।
তিনি হিন্দু ফাউন্ডেশন গঠনের লক্ষে সরকারের কাছে জোর দাবী জানান।
অনুষ্ঠানে দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ, সহ-সভাপতি এড. সোমনাথ ব্যানার্জীসহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নিত্যনন্দ আমিন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]