সাতক্ষীরায় দৈনিক সকালের সময় পত্রিকার পঞ্চম বর্ষ পেরিয়ে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে সাতক্ষীরায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপী।
প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশীদ, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, সকালের সময়ের তালা উপজেলা প্রতিনিধি ও সাবেক প্রাথমিক শিক্ষা অফিসার খান সুজায়েত আলী, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ ময়না, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, মোজাফ্ফর রহমান, সাংবাদিক হাফিজুর রহমান, খন্দকার আনিছুর রহমান, মাহফিজুল ইসলাম আক্কাজ, আরিফুজ্জামান আপন, এসএম তৌহিদুজ্জামান, ইব্রাহিম খলিলসহ সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সকালের সময়ের সাতক্ষীরা প্রতিনিধি এস কে কামরুল হাসান।
এসময় বক্তরা বলেন, সকালের সময় অনেক চড়াই উতরাই পেরিয়ে ৬ষ্ঠ বর্ষ পদার্পণে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। সকালের সময় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা বলে। সকালের সময় এগিয়ে যাবে প্রচারে শীর্ষে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com