সাতক্ষীরার নতুন পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব গ্রহণ করেছেন কাজী মনিরুজ্জামান। বুধবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর তিনি অফিসে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স.ম কাইয়ুম, জেলা ট্রাফিক ইনচার্জ শ্যামল মুখার্জী, হাসান মল্লিক, জেলা গোয়েন্দা পুলিশের ওসি বাবুল আক্তারসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। কাজী মনিরুজ্জামান এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৭৬ সালের ৩০ জুন ঝিনাইদহের গোবিনাথপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ডু পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন। উল্লেখ্য, কাজী মনিরুজ্জামান সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩-১৪ সালের নাশতকা দমনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]