সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলার নব-নির্মিত পরিবার পরিকল্পনা ভবন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক রওশনারা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সহকারি কমিশনার নুরুল আমিন।
উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক ডা. জি.এম মুজিবর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার ডা. লিপিকা বিশ্বাস, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নকিবুল হাসান, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, কাজী আখতার হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন প্রমুখ।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা জেলার নব-নির্মিত পরিবার পরিকল্পনা ভবন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আলোচনা সভাস্থলে কেক কেটে জেলার নব-নির্মিত পরিবার পরিকল্পনা ভবন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ক্যাশিয়ার জিল্লুর রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]