সাতক্ষীরার সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তা ও নারী উদ্যোক্তাদের অংশ গ্রহণে সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণ বিনয়োগ বিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক, খুলনা এর সার্বিক তত্ত¡াবধানে এবং সোনালী ব্যাংক লিঃ, সাতক্ষীরা শাখার ব্যবস্থাপনায় মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে সকাল ১১ টায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা এর নিবাহী পরিচালক এস এম হাসান রেজা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা এর উপ-মহাব্যবস্থাপক শেখ শাহরিয়ার রহমান ও সোনালী ব্যাংক লিঃ, প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরা’র ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহ আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল হয়েছে। সেই সাথে বাংলাদেশের ব্যাংকগুলোও ডিজিটাল হয়েছে। বর্তমান সময়ে নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ ব্যাংক একজন নারী উদ্যোক্তাকে বিনা জামানতে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের সার্কুলার জারি করেছে। তাই নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য ব্যাংক কর্মকর্তাদের আরো নমনীয় হওয়ার আহবান জানান।
কর্মশালায় উপস্থিত বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের কাছে নারী উদ্যোক্তা তুহিনা, প্রিয়াংকা, সপ্না, লাকী আক্তার, মোসলেমা মুন্নি, আইনুন নাহার সীমা, নাজমা পারভীন ও রেশমা বেগম ব্যাংক থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে নানা সমস্যার কথা বলেন। কর্মকর্তাবৃন্দ নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা সমাধানের আশ^াস দেন এবং ব্যাংক কর্মকর্তাদের আরো সহনশীল ও ব্যবসায় বান্ধব হওয়ার পরামর্শ দেন। কর্মশালায় ৫০ জন নারী উদ্যোক্তা এবং সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ২৯টি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]