সাতক্ষীরায় নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ, থানায় মামলা করায় প্রাণনাশের হুমকি
আদালতের নিশেধাজ্ঞা অমান্য করে কমান্ড স্টাইলে ১ একর ২৯ শতক জমির উপর নির্মীত সীমানা প্রাচীরের মধ্যে প্রবেশ করে বাঁশ খুটি পুতে টিনের ঘর নির্মাণ করে জমি দখলের পায়তারা করছে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের মৃত শেখ আনোয়ার আলীর ছেলে সন্ত্রাসী ভূমি দস্যু শেখ বোরহান উদ্দীন। ঘর নির্মাণ বাঁধা দিতে গেলে জমির মালিক সাতক্ষীরা পৌরসভার পলাশপোল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোঃ মাসুদ আহম্মেদ ওরফে মামুনের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। এসময় লোহার শাপল দিয়ে তার উপর হামলা চালানো হয়। মারপিটকরে রক্তাক্ত জখম করে মাটিতে ফেলে রাখা হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় তার স্ত্রী মোছাঃ লুৎফা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করায় মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে ওই সন্ত্রাসী বাহিনী। বর্তমানে তিনি ও তার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগ করেন মাসুদ আহম্মেদ ওরফে মামুন। তিনি তার লিখিত বক্তব্যে জানান, তার পিতা মৃত আব্দুস সামাদ ১৯৮৭ সালে এবং তিনি ও তার ছোট ভাই মাহমুদ আহম্মেদ মুন্না ১৯৮৮ সালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ব্রম্মরাজপুরের প্রকাশ ঘোষের নিকট থেকে ব্রম্মরাজপুর মৌজার এসএ ১৫১ খতিয়ানে (দাগ নম্বর-৬৫৯৯,৬৬০১,৬৬০০) বর্তমান ৮৪৭০,৮৪৭৮,৮৪৭৯ ও ৮৪৮১ যথাক্রমে এই চার দাগে দুই দফায় মোট ১ একর ২৯ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পরপরি সীমানা প্রাচীর দিয়ে রাখেন। কিন্তু গত দেড় বছর ধরে ধুলিহর গ্রামের মৃত শেখ আনোয়ার আলীর ছেলে ভূমি দস্যু সন্ত্রাসী শেখ বোরহান উদ্দীন ওই জমি থেকে ৪ শতক জমি দখলের পায়তারা করে। তার বাড়ী ধুলিহর সাহেব বাড়ী মোড় সংলগ্ন সরকারি রাস্তা হওয়ার কারনে তার জমি সরকারি রাস্তার মধ্যে চলে যাওয়ার কারনে সরকারি ম্যাপে তার জমির পরিমান কমে যায়। আর সে কারনেই সন্ত্রাসী বোরহান উদ্দিন জমির পেছনে থাকা আমাদের ৩৩ বছর ধরে সীমানা প্রাচীর দিয়ে রাখা ওই জমি দখল নিতে হঠাৎ মরিয়া হয়ে উঠে। শেখ বোরহান উদ্দিন গত দেড় বছর আগে সীমানা প্রাচীর ভাংচুর করে জমি দখল নেওয়ার চেষ্টা চালায়। এমত অবস্থায় জমির মালিক মাসুদ আহম্মেদ ওরফে মামুন গং আদালতের আশ্রয় নিয়ে একটি মামলা করেন। মামলা নম্বর দেওয়ানি ১৯/২০২২। বিজ্ঞ আদালত ২০২২ সালের ১৭ জানুয়ারি জমিতে ইস্তিথিশীল অবস্থা (এস্টাটাসকো) জারি করে। কিন্তু বিজ্ঞ আদালতের নির্দেশ উপেক্ষা করে গত ২০ এপ্রিল সন্ধ্যায় ভূমি দস্যু সন্ত্রাসী বোরহান উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের জমির সীমানার মধ্যে জোর পূর্বক পবেশ করে টিনসেটের ঘর নির্মান করতে থাকে। সংবাদ পেয়ে ওই দিন রাত আনুমানিক ৮ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে সন্ত্রাসী বোরহান উদ্দিন তার উপর হামলা চালায় এবং ঘর নির্মাণ করতে থাকা লোহার শাপল দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে আমি আত্মরক্ষা করি এবং ওই শাপলের বাড়ী আমার মুখ মন্ডলে লেগে মাটিতে লুটিয়ে পড়ি। এসময় সে ও তার সন্ত্রসাী বাহিনী আমাকে বিভিন্ন লাঠি সোটা দিয়ে পিটাতে থাকে। এক পর্যায়ে আমার গলায় থাকা ১ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও পকেটে থাকা ৩৫ হাজার ২০০ টাকা জোর করে ছিনতাই করে নেয়। পরে তার চিৎকারে এলাকাবাসী ও সংবাদ পেয়ে আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আমার স্ত্রী মোছাঃ লুৎফা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-৬৬। মামলা দায়েরর পর থেকে সন্ত্রাসী বোরহান উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনী মাসুদ আহম্মেদ ওরফে মামুন ও তার পরিবারকে হত্যার জন্য আরও মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসী বোরহান উদ্দিন ওই মামলা তুলে নিতে বিভিন্ন মাধ্যম দিয়ে আমি ও আমার স্ত্রীসহ পরিবারের অনান্য সদস্যদের হুমকি দিচ্ছে। এমনকি ওই জমিতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এমত অবস্থায় আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তা হীনতায় ভূগছি। সন্ত্রাসী বোরহান উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। # ২৩.৪.২০২২ শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন জমির মালিক সাতক্ষীরা পলাশপোল গ্রামের মোঃ মাসুদ আহম্মেদ ওরফে মামুন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)